আপনার সুখী ও সফল দাম্পত্য জীবনের জন্য কিছু উপদেশ

সমস্যা! সমস্যা! এবং সমস্যা! হ্যাঁ,দৈনন্দিন জীবনে আমরা হাজারো সমস্যা নিয়ে প্রতিনিয়ত জর্জরিত

স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা দৈনন্দিন জীবনের-ই একটি বিশেষ ব্যাপার যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার ঊপায় নেই। এড়িয়ে গেলে বরঞ্চ সমস্যা বাড়তেই থাকে
অনেক সময় ছোট-বড় বিভিন্ন কারনে স্বামী-স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হয়রাগা-রাগি হয়,
সম্পর্কের টানাপোড়ন তৈরি হয়। অনেকে আবার এই ধরণের ব্যাপারগুলো প্রকাশ করতে চান
নাদিনের পর দিন চেপে রেখে হৃদ-রোগউচ্চ-রক্তচাপ,ডায়াবেটিসবিষণ্ণতা ইত্যাদি রোগ
তৈরি করেন। রঙ্গীন জীবন হয়ে যায় সাদা কালো বা ধূসরআবার কখনো কখনো আপনি
বলতে চান কিন্তু সেইরকম কাউকে খুঁজে পান না। 


আপনার সুখী ও সফল দাম্পত্য জীবনের জন্য ২০ টি পরামর্শঃ

১) পস্পরের উপর অগাধ বিশ্বাস রাখুনপরস্পরকে সাহায্য করুন আর সবসময় ভালোটা দেখুন
২) আপনার স্বামী/স্ত্রীকে সমসময় খুশী রাখুন আর সে আপনার কাছে অনেক মূল্যবান কিছু এটা বোঝান
৩) সবসময় কৌতুকপ্রিয়হাসিখুশিযে কোন কাজের সহায়ক,শ্রদ্ধাশীল ও বিনোদনপ্রিয় হোন
৪) কখনো আপনার অতীতের ভুলগুলোকে বর্তমানে নিয়ে আসবেন না
৫) আপনার স্বামী/স্ত্রীকে সর্বদা ভাল কাজে উৎসাহিত করুন এবং তার অন্তরে আশা জাগান
৬) কখনো পরস্পরকে কোন ব্যাপারে তুলনা করবেন নাতা যত ক্ষূদ্র বিষয়ই হোক না কেন
৭) আপনার স্বামী/স্ত্রীকে নতুন কিছুর দ্বারা সহসাই চমকে দিন
৮) যতটা সম্ভব আপনার স্বামী/স্ত্রীর সাথে বেশি সময় কাটান
৯)_আপনার স্বামী/স্ত্রীকে তার সাজগোজে সাহায্য করুনআর পরস্পরের চোখে সর্বদা সুন্দরী/সুদর্শন থাকতে চেষ্টা করুন 
১০) একে অপরে কথা মনযোগ সহকারে শুনুন ও যথার্থভাবে মান্য করুন
১১) পারস্পরিক দ্বন্দউপেক্ষা করামিথ্যা বলাসন্দেহ করা,খারাপ আচরণ করা এবং রাগ করা ইত্যাদি হতে বিরত থাকুন
১২) আপনার স্বামী/স্ত্রীর সাথে আপনার চিন্তা ও সমস্যাগুলো উন্মুক্ত হৃদয়ে আলোচনা করুন
১৩) আপনাদের কেউ একজন যদি কোন কারণে রাগান্বিত হয়েই যানতাহলে অপরজনকে অবশ্যই শান্ত থকতে হবে
১৪) অযথা কোন কারণে তর্ক করবেন না। আপনার ভুল হোক বা না হোক সুন্দর ও শান্ত চিত্তে দুঃখিত’ বলুন
১৫) সর্বদা আপনাদের বিয়ের সফলতা ও পরস্পরের মধ্যে সুদৃঢ় বন্ধন সৃষ্টির জন্য আল্লাহর নিকট দুআ করুন
১৬) আপনার স্বামী/স্ত্রীর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন
১৭) আপনার স্বামী/ স্ত্রীকে আমি তোমাকে ভালবাসি’ বলুন
১৮) পরস্পরকে ভালোভাবে বুঝুন
১৯) কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন
২০) একসাথে খাওয়া-দাওয়া করুনএকসাথে থাকুন আর একসাথে আল্লাহর ইবাদাত করুন

আমাদের উদ্দেশ্য:
১. স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলটা নিরসনের মাধ্যমে সুন্দর সম্পর্ক ও সুখী মনোভাব তৈরি করা যা আপনার সফলতার জন্য প্রয়োজনীয়
২. সুন্দর ও সুস্থ আগামীর জন্য একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে আপনার ইচ্ছা শক্তির প্রয়োগে আপনাকে উত্সাহিত করা