হযরত ঈসার অনুসারীদের নাম কি ?

ঈসা মসীহকে বেহেশতে তুলে নেওয়ার কয়েক বছর পর থেকেই ঈসার অনুসারীদের খ্রীষ্টান নামে ডাকা হতো। আগে কিন্তু খ্রীষ্টান নাম ছিল না ছিলো আত্মসমর্পণকারী যার মানে মুসলিম , বর্তমানে প্যলেষ্টাইন দেশের অভ্যান্তরে এন্টিয়ক শহরে এই “খ্রীষ্টান’’ শব্দটির প্রথম ব্যবহার হয়েছিল। শব্দটি বিশেষত মূর্তি পূজাকারীরা হযরত ঈসার অনুসারীদের ঠাট্টা বিদ্রূপ করার জন্য বলতো।

খ্রীষ্টান শব্দটির উৎপত্তি গ্রীক শব্দ ‘খ্রীষ্ট’ থেকে যার মানে মসীহ বা মনোনীত। সুতরাং খ্রীষ্টান শব্দটি মসীহের অনুসারীদেরকেই বুঝায়। ঈসার অনুসারীরা তাদের এই নতুন নামকে আনন্দের সংগেই গ্রহণ করে নিয়েছিল যেহেতু তারা এমন একজনের অনুসারী ছিলেন যাকে প্রথমে ইঞ্জিল শরীফ ও পরে কোরআন শরীফে ‘মসীহ’ বলে ডাকা হয়েছে।
আবার কোরআনেও হযরত ঈসার অনুসারীদের আরেক নামে ডাকা হয়েছে। এই নামটি খুঁজে পাবার জন্য নিচের উল্লেখিত কোরআনের আয়াতগুলি দেখুন।

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللّهِ آمَنَّا بِاللّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
“ যখন ‘ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন সে বলিল, আল্লাহ্‌র পথে কাহারা আমার সাহায্যকারী?’ হাওয়ারীগণ (ঈসা মসীহের খাস উম্মত) বলিল, ‘আমরাই আল্লাহ্‌র পথে সাহায্যকারী। আমরা আল্লাহে ঈমান আনিয়াছি। আমরা আত্মসমর্পণকারী, তুমি ইহার সাক্ষী থাক।” কোরআন শরীফ, সূরা আলে-ইমরান ৩৫২ আয়াত

وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوَاْ آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
“আরও স্মরণ কর, আমি যখন ‘হাওয়ারীদিগকে (ঈসা মসীহের খাস উম্মতদের) কে এই আদেশ দিয়াছিলাম যে, তোমরা আমার প্রতি ও আমার রাসূলের (ঈসা) প্রতি ঈমান আন’, তাহারা বলিয়াছিল, ‘আমরা ঈমান আনিলাম এবং তুমি সাক্ষী থাক যে, আমরা তো মুসলিম।” কোরআন শরীফ, সূরা মায়িদাঃ ৫১১১ আয়াত

আপনাদের কাছে আমার প্রশ্ন যারা ঈসার উম্মত তারা কি ???????